ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পথচারীদের দৃষ্টি কাড়ছে ‘দোয়েল ভাস্কার্য’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
পথচারীদের দৃষ্টি কাড়ছে ‘দোয়েল ভাস্কার্য’ 

ফেনী: ফেনী শহরের ট্রাঙ্ক রোড জিরোপয়েন্ট এলাকায় স্থাপিত দৃষ্টিনন্দন ‘দোয়েল ভাস্কার্য’। দৃষ্টিনন্দন এ ভাস্কার্যটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

 

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গিয়ে দেখা যায়, পথচারীরা দোয়েল চত্বরে এসে ছবি তুলছেন। অনেকেই ভিডিও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেে ছড়িয়ে পড়ছে সেসব ছবি ও ভিডিও।  

ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, শহরকে নান্দনিক রূপ দেওয়ার কর্মসূচি হিসেবে দোয়েল চত্বরকে নতুন এই রূপ দেওয়া হয়েছে। এছাড়াও দোয়েল চত্বরের পাশে আল্লাহু লেখা একটি টাইম টাওয়ার স্থাপন করা হয়।  

মেয়র জানান, শুক্রবার রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাওয়ার ও চত্বরের উদ্বোধন করেন।  

উদ্বোধনের পরপরই উৎসুক জনতা ও সাধারণ মানুষ আল্লাহ টাওয়ার ও দোয়েল চত্বরে সেলফি তুলতে ভিড় করেন। একপর্যায়ে পুরো ট্রাংক রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়।

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভার অর্থায়নে জিরোপয়েন্ট এলাকায় আল্লাহর নাম লেখা ওয়াচ টাওয়ারে ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। এছাড়া দোয়েল চত্বরকে আরও নান্দনিক করে সংস্কার করা হয়েছে। এ দুটি স্থাপনা নির্মাণ করতে ১৫ লাখ টাকার মত অর্থ ব্যয় হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।