ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বাসচাপায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
শৈলকুপায় বাসচাপায় ভ্যান চালক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আজিদ আলী (৪৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিদ আলী শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যোগিপাড়া নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে শেখপাড়া বাজারে যাচ্ছিলেন আজিদ আলী। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয় ভ্যানের সঙ্গে। এতে রাস্তায় ছিটকে পড়ে আজিদ আলী। তখন কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।