ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কুমিল্লায় ককটেল বিস্ফোরণ

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হামলায় একজন আহত হন।

প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান জানান, সকাল সাড়ে ৯টায় হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে বহিরাগতরা আরও উত্তেজিত হয়। কেন্দ্রে আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্থানীয় এক ভোটার সাইফুল ইসলাম জানান, তিনি ভোট দিতে এসেছেন।   তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হওয়ায় তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।