ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ২ জনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সোনাগাজীতে ২ জনকে কুপিয়ে জখম

ফেনী: ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দু’জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহত দুইজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ফুটবল প্রতীকের প্রার্থী শাহআলমের সমর্থকদের হামলায় ঘুড়ি প্রতীকের আজাদ হোসেন কিরণের ২ সমর্থক সুজন ও রবিউলকে কুপিয়েছে প্রতিপক্ষরা।

তবে এই হামলার বিষয়ে পুলিশ কিছু নিশ্চিত করতে পারেনি।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম জানান, ভোটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে তৎপর রয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ৪২ জনসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মার্মা ৫৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।