ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা নিহত নয়নের মরদেহ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: যাত্রী সেজে চালক নয়ন পাশিকে (২২) হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নয়ন শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের বাসিন্দা মৃত সিতারাম পাশির ছেলে।

পরিবারে নয়নের দুই বোন এবং মা রয়েছে। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পর্যটক সেজে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের মাধবপুর লেকে আসার নাম করে ইজিবাইক ভাড়া নেয় তিন দুর্বৃত্ত। পরে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, নিহত ইজিবাইক চালক নয়নের পরিবার সদস্যরা মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।