ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলি ইয়াবাসহ গ্রেফতার ‘কালা মাসুদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
অস্ত্র-গুলি ইয়াবাসহ গ্রেফতার ‘কালা মাসুদ’

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ইয়াবাসহ মাসুদ রানা ওরফে ‘কালা মাসুদ’ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শনিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতার মাসুদ ২০১৩ সালের পর থেকে বিভিন্ন পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভূমি দখল, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তখন থেকেই তিনি কালা মাসুদ নামে পরিচিত।

মাসুদ এলাকায় মাঝে মাঝে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। এজন্য কেউ তার বিরুদ্ধে এলাকায় কথা বলতে সাহস করতেন না। তার বিরুদ্ধে শের-ই-বাংলা নগর থানাসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

তিনি জানান, মাসুদ রানার মা মোর্শেদা বেগম ওরফে মমতাজ বেগমও পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার জন্য মোর্শেদা বেগমের ৭ বছরের জেল হয়েছে। মাসুদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।