ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের উখিয়ায় এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কক্সবাজারের উখিয়ায় এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন

ঢাকা: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে এক্সিম ব্যাংকের ১৪০ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) কোর্টবাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ড. এস এম আবু জাকের, হোটেল দি কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কৈয়ুম চৌধুরী এবং এক্সিম ব্যাংকে করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) বলেন, এক্সিম ব্যাংক দেশের সব এলাকাকে সমানভারে গুরুত্ব দিয়ে থাকে, এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে ব্যাংকের এই শাখা উদ্বোধন করা হলো।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের কোর্টবাজার শাখার সঙ্গে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।