ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
মাদারীপুরে ২৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

মাদারীপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাদারীপুরে ২৪ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বিজয়ী বীর সম্মাননা’ দেওয়া করা হয়েছে।  

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর পৌরসভার আয়োজনে এ সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি অতিথি মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন।  

পরে শহীদ ১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ও ১২ জন বিজয়ী বীর মুক্তিযোদ্ধার মধ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচানা সভায় বক্তারা ৭১ সালের যুদ্ধের সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।