ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর আজিমপুর চায়না গলিতে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকালে সালাউদ্দিনের সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সালাউদ্দিনের সহকর্মী মো. আলাউদ্দীন জানান, আজিমপুর চায়না গলিতে একটি বাড়িতে বৈদ্যুতিক ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল। সেই মেশিন থেকেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।