রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল।
প্রচলিত রয়েছে ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দুর্গোৎসবের প্রচলন করেন তাহেরপুরের তৎকালীন রাজা কংস নারায়ণ রায় বাহাদুর।
আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলন-মেলা- ২০২২’। মিলন-মেলায় আগত ভারতীয় অতিথিরা ইঞ্জিনিয়ার এনামুল হক এমনির আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি সকালে তাহেরপুরের সেই গোবিন্দ মন্দির এবং ভারতীয় উপমহাদেশের প্রথম শারদীয় দুর্গামন্দির স্থল পরিদর্শন করবেন।
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একান্ত সহকারী জিল্লুর রহমান জানান, ভারতীয় প্রতিনিধিদলের মন্দির পরিদর্শন উপলক্ষে পরিষ্কার করা হচ্ছে মন্দিরটি। প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হবে রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের ইতিহাস।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসএস/কেএআর