ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পিকআপ ভ্যানে ফেনসিডিল পাচারকালে ফয়েজ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
পিকআপ ভ্যানে ফেনসিডিল পাচারকালে ফয়েজ গ্রেফতার

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিলসহ মো. ফয়েজ (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (০৭ মার্চ) সকালে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চনব্রিজ টোল পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপনের মাধ্যমে একটি পিকআপ ভ্যানে তল্লাশির সময় ১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রেতা ফয়েজকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।