ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ শাকিল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১০।
বিকালে র্যাব-১০ এর পরিচালক মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে দিকে র্যাব ১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমএমআই/এনএইচআর