ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার আব্দুর রশিদ সরকার

ময়মনসিংহ: ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলায় আব্দুর রশিদ সরকার (৮৫) নামে একটি বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের দিকে জেলার ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা পয়ারী রোড এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আব্দুর রশিদ ফুলপুরে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের মৃত তরিফ উদ্দিন সরকারের ছেলে।  

এর আগে, গত ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এ তথ‍্য নিশ্চিত করেন জানান, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।