ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের সাহসী নারী সম্মাননা পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
যুক্তরাষ্ট্রের সাহসী নারী সম্মাননা পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশের পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও জে ব্লিঙ্কেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন আগামী ১৪ মার্চ এই পুরস্কার তুলে দেবেন।

মঙ্গলবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়ে। তার সঙ্গে বিভিন্ন দেশের মোট ১২ জন নারীকে এই পুরস্কার দেওয়া হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ বছর ধরে বাংলাদেশে পরিবেশ-সুশাসন নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি দেশে বিদেশে এর আগেও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।