ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নির্মাণ শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বগুড়ায় নির্মাণ শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বে আতোয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা এলাকায় এ ঘটনা ঘটে।

আতোয়ার বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা পশ্চিমপাড়া এলাকার বুলু আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের স্কুলের ছাত্ররা রোববার (১৩ মার্চ) বনভোজনে যাওয়ার জন্য নাটমরিচা এলাকার এক দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার (১১ মার্চ) দুপুরে কে বা কারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এনিয়ে স্কুলের ছাত্রদের মধ্যে বিরোধের একপর্যায় হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় এক পর্যায়ে ওই এলাকার কয়েকজন নারী-পুরুষও জড়িয়ে পড়েন। এ সময় আতোয়ার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, স্কুলের ছাত্রদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। এ সময় আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান।  

তিনি জানান, নিহত আতোয়ারের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।