ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
লালপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু ফাইল ছবি

নাটোর: নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কেবিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবেদা ওই উপজেলার গোপালপুর বাজারের আবু হোসেনের মেয়ে।

জানা গেছে, বাড়ি পাশের রেল লাইন পাড় হয়ে বাড়ি ফিরছিল আবেদা। এ সময় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

নাটোরের আজিম নগর রেলওয়ে স্টেশনে কর্মরত মাস্টার মো. জিয়াউদ্দিন মাহমুদ  
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।