ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গোডাউনে মজুদ ১ টন সয়াবিন তেল জব্দ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
লক্ষ্মীপুরে গোডাউনে মজুদ ১ টন সয়াবিন তেল জব্দ-জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি গোডাউন থেকে ১ টন খোলা সয়াবিন তেল জব্দসহ আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের গোডাউন রোডে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।

জেলা মার্কেটিং অফিসার মো. মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্য পেয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরের একটি গোডাউনে অবৈধ মজুদ করা ৬০ ড্রামে ১ টন সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ