ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’।  

শুক্রবার রাজধানীর রূপনগরের প্রিয়াংকা শুটিং জোনে দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সারা দেশ ও দেশের বাইরের সদস্যরা যোগ দেন।

আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কমিটির চেয়ারম্যান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বক্তৃতা করেন- উৎসব আহ্বায়ক ও গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন আশরাফুল হক সোহেল এবং সদস্য সচিব ও গ্রুপ সিইও মুহাম্মাদ শহীদুল্লাহ্ সিদ্দিকী।

এছাড়া বিভাগীয় প্রধান ও বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা আলোচনায় অংশ নেন।

‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’ প্রতিপাদ্যে দিনব্যাপী নানা আয়োজনে ছিল- শোক প্রস্তাব গ্রহণ, কবি ও কবিতায় ৮৬’র পরিবেশনায় কবিতা উৎসব, তোমাকেই খুঁজছে’৮৬’র বিশেষ অনুষ্ঠান; পরিচিতি পর্ব, দম্পতি পর্ব, আলাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ আনন্দ উৎসব।

১৯৮৬ সালে সারা দেশ থেকে এসএসসি পাস করা ব্যক্তিদের প্ল্যাটফর্ম এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর সদস্য সংখ্যা ইতোমধ্যে ১৪ হাজার ছাড়িয়েছে। সংগঠনের চলমান অনলাইন ও সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- অসহায়দের সহযোগিতায় মানবিকতায় ’৮৬, গানের প্ল্যাটফর্ম সুরের ছোঁয়ায় ৮৬, কবিতা পাঠ ও আবৃত্তির কর্মসূচি কবি ও কবিতায় ’৮৬, স্বাস্থ্যসেবা কর্মসূচী ডক্টরস ভয়েস, ব্রডকাস্টিং টিম, গ্রুপ রিলেশন ম্যানেজমেন্ট টিম, শুভেচ্ছা টিম, ম্যাসেঞ্জার সমন্বয় পরিষদ ও দেশজুড়ে ’৮৬সহ নানা কর্মসূচি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ত্রৈমাসিক পত্রিকা সতীর্থ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।