ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জ সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক শাহীনুর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
পীরগঞ্জ সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক শাহীনুর

পীরগঞ্জ (রংপুর) সমিতি ঢাকার ২০২১-২২ বছরের কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ (হিটু) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম।  

শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।

সহসভাপতি শেরীফ নেওয়াজ স্বপন, মো. হুজুর আলী (যুগ্ম সচিব), আজিজার রহমান আজিজ, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজ আল ফারুক জুয়েল, এসএম শাহ জাহান রওশন, অর্থ সম্পাদক মাহমুদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মীর মামুন-অর-রশিদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম স্বপন, রেজাউল করিম রেজা, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক এজিএম সাদিদ জাহান সৈকত, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া খাতুন জয়া, প্রকাশনা সম্পাদক নেয়াজুল মাওলা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নোমান মো. এরশাদুল মুর্তুজা রুমেল, ক্রীড়া সম্পাদক আরমানুজ্জামান চৌধুরী তুষার, সাংস্কৃতিক সম্পাদক হারুন-অর-রশিদ, প্রচার সম্পাদক মাহফুজার রহমান, দপ্তর সম্পাদক কে এস কে রাশেদুল সিদ্দিকি নির্বাচিতরা হয়েছেন।

নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী মণ্ডল, শরিফ নেওয়াজ শরিফ, এ টি এম তোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম, আলমগীর কবির, রবিউল ইসলাম বেলাল, মাফরুহা খানম সুবর্ণা, রফিকুল ইসলাম প্রধান উজ্জল, এ বি এম খালেদুন সোহেল, মোস্তাফিজার রহমান, ওলিউর রহমান রূপম, নূর-ই নেয়ামত খান, ড, বদরুদ্দোজা বদরুল, গকুল চন্দ্র সরকার, আফরোজা খাতুন, লায়লা সরওয়ার স্বপ্না, শফিকুল ইসলাম, খন্দকার রমজান আলী, শফিউল আলম প্রধান কমল, রায়হানা জামান সম্পা, জায়রুল ইসলাম রিন্নু, আনোয়ারুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম শুভ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।