ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর এলিফেন্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

শনিবার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে এলিফেন্ট রোড স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন জানান, রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক গুরুতর আহত হন। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান। রিকশায় কোনো যাত্রী ছিল কিনা তা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং গাড়িতে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্বজনরা জানান, স্ত্রী পরিবার নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তার বাড়ি জামালপুর বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।