পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে টেম্পোচাপায় ইমন বাড়ৈ (১৫) নামে আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনসহ তার তিন বন্ধু শনিবার (১২ মার্চ) বিকেলে মোটরসাইকেলে করে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ইমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত ইমনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সকালে নাজিরপুরের গ্রামের বাড়িতে আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
আরএ