ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বিয়ের পর বাসরের আগেই বরের মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
নওগাঁয় বিয়ের পর বাসরের আগেই বরের মৃত্যু!

নওগাঁ: বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। বৌ-ভাতের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই।

বাসর ঘরে বরের অপেক্ষায় নতুন বউ। এমন সময় ঘটল হৃদয়বিদারক ঘটনা। হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানতে হলো বরকে। বাসর করা হলো না তার।  

ঘটনাটি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজার এলাকায়। বরের নাম রাজকুমার সরদার। তিনি ওই এলাকার নাগুয়া সরদারের ছেলে।

প্রতিবেশীরা জানান, রাজকুমার সরদারের সঙ্গে কাঁকনহাট শ্যারোপাড়ার নিমন্তর মেয়ে অনুরাধার বিয়ে হয় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে। এরপর শুক্রবার সন্ধ্যায় নববধূকে ঘরে তুলে আনেন রাজকুমার। এরই মধ্যে বাসর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে নেওয়া হায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না। তার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ