ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে কসমেটিক্স গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
সাভারে কসমেটিক্স গোডাউনে আগুন সাভারে কসমেটিক্স গোডাউনে আগুন

সাভার (ঢাকা): সাভার পৌরসভার নামা বাজার এলাকায় মেসার্স বনিকা ব্রাদাস নামে একটি কসমেটিক্স গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (১৩ মার্চ) দিনগত রাত পৌনে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার বেলাল বলেন, রাত ৩ টা ৪০ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। বৈদ্যুতিক শর্ট সার্কটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি। তবে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ