ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পার্বত্য রত্ন’ খেতাব পাচ্ছেন বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
‘পার্বত্য রত্ন’ খেতাব পাচ্ছেন বীর বাহাদুর

বান্দরবান: বৃহস্পতিবার (১৭ মার্চ) ‘পার্বত্য রত্ন’ খেতাবে ভূষিত হবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

বুধবার (১৬ মার্চ) বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এতে বক্তব্য দেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ও যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্র মারমা, চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মহিউদ্দিন, রাজু বড়ুয়াসহ দলের নেতাকর্মীরা।

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ৩০ বছর ধরে অবিচ্ছিন্নভাবে অবস্থান ধরে রাখা, বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান, পার্বত্য শান্তিচুক্তি ও এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা, পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবার উন্নয়ন ইত্যাদি কারণে বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ খেতাবে ভূষিত করা হচ্ছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।