ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‍্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‍্যাব ডিজি শবে বরাত, র‍্যাব

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে  জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মোহাম্মদপুর বছিলার জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুঃস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, প্রতি শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এক মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারো সাদা পোষাকে র‍্যাবের পেট্রোল টিম নিয়োজিত থাকবে।

এছাড়া, সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড ঘটাতে না পারে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।