ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় প্লাস্টিক পাইপের কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
পুরান ঢাকায় প্লাস্টিক পাইপের কারখানায় আগুন

ঢাকা: পুরান ঢাকার বংশাল নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের চেষ্টায় ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যোগ দেয়।

পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুইটি ইউনিটকে ফেরত নেওয়া হয়। বাকি চারটি ইউনিটের চেষ্টায় ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

>>> পুরান ঢাকায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।