ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে কারেন্ট জালে শতাধিক পাখি নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
নীলফামারীতে কারেন্ট জালে শতাধিক পাখি নিধন

নীলফামারী: নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নে বরই বাগানে পাতা কারেন্ট জালে শতাধিক পাখির মৃত্যু হয়েছে।  

শনিবার (১৯ মার্চ) সকালে ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই এলাকার হাফিজুল ইসলামের একটি বরই বাগান ভাড়া নেন লালচান বাদশা নামে এক ব্যক্তি। ৭১ হাজার টাকায় বরই বাগানটি নিয়ে কার্যক্রম শুরু করেন তিনি। কিন্তু বিভিন্ন পাখির উপদ্রবে বরই ফলের ক্ষতি হচ্ছিল। এ কারণে বাগানের সবদিকে কারেন্ট জাল পেতে রাখেন। এতে করে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে।

খবর পেয়ে পাখি পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনের সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল রাজশাহীর ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর কবির ঘটনাস্থলে আসেন। তিনি জানান, এভাবে পাখি নিধন করা অন্যায়। আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।