নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার পর নৌ পরিবহন মন্ত্রণালয় ওই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বলে জানান উপ সচিব আমিনুর রহমান।
এতে প্রধান করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএ) ড. আ.ন.ম বজলুর রশিদকে। অপর দুইজনের মধ্যে সদস্য নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাঈদ মোহাম্মদ দেলোয়ার ও সদস্য সচিব হলেন বিআইডব্লিউটিএ এর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলাম।
কমিটিতে আগামী ৩ কার্য দিবসের মধ্যে ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির জানান, জাহাজটি আটক করা হয়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬ জনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অপর দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমআরপি/এনএইচআর