রাজবাড়ী: রাজবাড়ীতে মসজিদ থেকে এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকায় কৃষি কাজের পাশাপাশি বাবুর্চির কাজ করতেন।
রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ভাগলপুর আঞ্জুমান ই কাদেরিয়া খানকা শরীফ মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ের জামাই ফরহাদ হোসেন জানান, নামাজ পড়ে বের হলে মসজিদের কাছে দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
কেএআর