ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ 

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হেকমত আলী (৬২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার মধ্যমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

হেকমত আলী মধ্যমবাগান এলাকার বাসিন্দা ছিলেন। ওই এলাকায় তার মুদি ও জ্বালানি তেলের দোকান রয়েছে।

নিহত হেকমত আলীর ছেলে মাহবুব আলমের অভিযোগ, রোববার (২০ মার্চ) রাতে মাসুদ মিয়ার নেত্বতে সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্যরা তাদের দোকানে ঢুকে তার বাবাকে খুন করেন।  

ডাকাত দলের সদস্যরা এ সময় দোকান থেকে  প্রায় ১০ লাখ টাকা নিয়ে যান বলেও দাবি করেন মাহবুব আলমের।  

অভিযুক্ত মাসুদ দুর্গাপুর উপজেলার চকলেঙ্গরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেকমত প্রতিদিনের মতো রোববার (২০ মার্চ) রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় মাসুদ দোকানে এসে হেকমতকে ডেকে তুলে অস্ত্রের মুখে দোকান থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হেকমত বাধা দিতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হেকমতকে কুপিয়ে জখম করে ও গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন মাসুদ।  

এ সময় ভেকুচালক শাহিন মিয়া ও লরিচালক অন্তর মিয়া ওই দোকানে ডিজেল নিতে যান। তারা ধস্তাধস্তির দৃশ্য দেখে মাসুদকে আটক করতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে হেকমতকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত হেকমতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (২১ মার্চ) সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুদকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।