ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর গুলিস্তানে ছুরিকাঘাতে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর গুলিস্তানে ছুরিকাঘাতে আহত

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শাহবাগ থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত। আদালত থেকে কাজ শেষে রাতে বাসযোগে গুলিস্তানে এসে নামেন। রাস্তাপার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পেছন থেকে একজন ছুরিকাঘাত করেন।

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান জানান, ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক খালি গায়ে ও লুঙ্গি পরিহিত অবস্থায় এসে ওই পুলিশ সদস্যকে পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্য পিঠে ছুরিটা ঝুলছিল। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, গুলিস্তান এলাকায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার চিকিৎসার পাশাপাশি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।