বগুড়া: বগুড়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ২২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. ব্রাজিলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের বকশিবাজার মোড় থেকে ব্রাজিলকে গ্রেফতার করা হয় । পরে রাত আড়াইটার দিকে সদর উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় ব্রাজিলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি গাছের গোড়ায় মাটি খোঁড়া হয়। সেখানে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে দুটি অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে পাঁচটি মামলা, একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা, বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা, চাঁদাবাজির ছয়টি মামলা এবং দুটি এসিড নিক্ষেপ মামলা রয়েছে।
এ ঘটনায় সদর থানায় তার নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
আরআইএস