মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে খলিল শিকদার ও ছত্তার শেখের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান তিনি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, হামলার ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ২৩ ,২০২২
আরএ