ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবকে পেটানো চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সচিবকে পেটানো চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খুলনা: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সচিব ইকবাল হোসেনকে পিটিয়ে আহত করেন। বেধড়ক পেটানোর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির খুলনা জেলা শাখার নেতারা।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মো. জিয়ারাত হোসেন বলেন,  খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের সহকর্মী ইউপি সচিব মো. ইকবাল হোসেনকে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করেছেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সভাপতি আরও বলেন, আমাদের সহকর্মী ইকবাল হোসেন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে কর্মরত। গত ২১ মার্চ নিয়মিত অফিসের কাজ শেষ করে বিকেল ৫টার পরে তিনি অফিস থেকে বাড়িতে ফিরে যান। এরপরে চেয়ারম্যান লোক পাঠিয়ে তাকে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন এবং নানা হুমকি দেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা জানার পর আমাদী ইউনিয়নের কর্মরত ইউপি সচিব কয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ অবস্থায় আমরা খুলনা জেলার ইউপি সচিব কর্মস্থলে আতঙ্কের মধ্যে আছি।
এর আগে মঙ্গলবার (২২ মার্চ) এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

সংবাদ সম্মেলনে খুলনার ৬৮টি ইউনিয়নের প্রায় সকল ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।

ইউপি সচিবকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন চেয়ারম্যান
 

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমআরএম/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।