ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লতিফ, সম্পাদক আকবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লতিফ, সম্পাদক আকবর

পঞ্চগড়: ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রি নং রাজ-২৬৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে হারিকেন প্রতীকে ২ হাজার ৯১৫ ভোট পেয়ে আ. লতিফ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আকবর আলী নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২২ মার্চ) দিনগত রাতে ভোট গণণা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

সে সময় সিনিয়র সহ-সভাপতি হিসেবে খয়রুল ইসলাম, সহ-সভাপতি পদে নুরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান, সড়ক সম্পাদক পদে সারোয়ার হোসেন, সহ-সড়ক সম্পাদক তাজিমুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার দুলাল, দপ্তর সম্পাদক রাজু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য আইনুস হক, আব্দুল জলিল, সুপিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন না থাকায় হাই কোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত হওয়ার পর মঙ্গলবার (২২ মার্চ) দিনভর বীর মুক্তিযোদ্ধা সীরাজুল ইসলাম স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।