ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা দ্রুত চালু হবে: বিক্রম দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা দ্রুত চালু হবে: বিক্রম দোরাইস্বামী বক্তব্য দিচ্ছেন বিক্রম দোরাইস্বামী

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতের স্থল সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হবে।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ) মিডিয়া রিসিপশনে তিনি এ কথা বলেন।



রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউজে মিডিয়া রিসিপশনের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, করোনাকালেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একই বছরে বাংলাদেশ সফর করেছেন। আমার চাকরি জীবনে ভারতের কোনো প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির একই বছরে কোনো দেশ সফরে যেতে দেখিনি। এটা একটি বিরল ঘটনা।

তিনি বলেন, রোজার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় হবে বলে আশা করি। ভারতের মেগা প্রকল্পের কাজও চলমান রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে গণমাধ্যমকর্মীদের আরও ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ