ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্টনে নারীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
পল্টনে নারীর ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর পল্টন থেকে আফিফা আফরিন সামিহা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে দিকে জোনাকি গলির একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সংবাদে জোনাকি গলি ওই বাসায় চার তলার বাসায় দরজা ভেঙ্গে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, ঘটনার সময় ওই বাসায় আফিফার আড়াই বছরের এক ছেলে ছিল। এছাড়া বাসায় কেউ ছিল না। কি কারনে গলিয় ফাঁস দিয়েছে তা জানা যায়নি।

আফিফার মামা মো. ফয়সাল জানায়, আফিফার তিন বছর আগে বিয়ে হয়। স্বামী মো. মিরাজ সৌদি আরব প্রবাসী। পল্টন জোনাকির গলিতে বাবা মায়ের সঙ্গে থাকতো আফিফা। দুই বোন এক ভাইয়ের মধ্যে আফিফা ছিল বড়।

ফয়সাল আরও জানায়, আফিফার বড় মামার বিয়ে উপলক্ষে আফিফার বাবা নাসির উদ্দিন ও মা মুন্নি ইসলাম আফিফাকে বাসায় রেখে অন্য দুই ছেলে মেয়েকে নিয়ে তিনদিন আগে গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে চলে যায়। এ সময় আফিফা আড়াই বছরের ছেলে সাজিদকে নিয়ে বাসায় ছিল।

ফয়সাল জানায়, সে মুগদা এলাকায় ভাড়া থাকে। আজকে আফিফার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। বিকালে পল্টনের বাসার দাড়োয়ান ফোনে জানায়, আফিফা জানালার গ্রীলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। সংবাদ পেয়ে দ্রুত ওই বাসায় গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পাই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ