ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লেখাপড়া না করে মূর্খ থাকলে ভালো হতো: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
লেখাপড়া না করে মূর্খ থাকলে ভালো হতো: ডিএমপি কমিশনার

ঢাকা: ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমাদের মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে- লেখাপড়া না করে মূর্খ থাকলে ভালো হতো। কারণ অন্তত ঘুষখোর এই অপবাদটা নেওয়া লাগতো না।

আমরা লেখাপড়া শিখছি আর দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় দুষ্কর্মে লিপ্ত হচ্ছি।

তিনি বলেন, দেশে শত শত বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। কয়জন শিক্ষার্থী বের হয়ে গরীব মানুষের জন্য কাজ করছেন?

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কারাগারের রোজনামচা' পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কষ্ট লাগে যখন দেখি সারারাত একজন বাবা সন্তানকে মেডিক্যাল, বুয়েটে ভর্তির জন্য প্রশ্নপত্র কিনতে উন্মাদের মতো খুঁজছেন। এ থেকে আপনার সন্তান কি তৈরি হবে?

তিনি বলেন, আমরা এমন সন্তান তৈরি করছি, যে সন্তান দুদিন পরে আমার বুকে ছুরি ধরে বলবে ‘ফেনসিডিল খাবো টাকা দে’। আমাদের কাছে এমন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ফোন করে অসহায়ত্ব প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় শক্তি ছিল সে দেশের মানুষকে ভালোবাসেতেন। আর দুর্বলতার কথা তিনি বলেছেন, তিনি মানুষকে একটু বেশিই ভালোবাসেন। বঙ্গবন্ধুর আদর্শই মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা। কিন্তু আমার সন্তানকে কি আমি সেভাবে তৈরি করতে পারছি? দেশের মানুষের কাজে লাগবে দেশের মানুষের উপকারে লাগবে সেরকম সন্তান তৈরি করতে পারছি?

তিনি বলেন, নিজের বিবেকের কাছে সবাই প্রশ্ন করি- আমার সন্তানকে আমি প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছি নাকি টাকা তৈরি মেশিন বানাচ্ছি? টাকা তৈরির মেশিন দিয়ে আর যাইহোক শান্তি আসবে না। আমরা সবাই মিলে চেষ্টা করি একজন আদর্শ সন্তান গড়ে তুলতে।

মোহা. শফিকুল ইসলাম বলেন, সরকার পদ্মাসেতু তৈরি করতে পারবে, সরকার মেট্রোরেল তৈরি করে দিতে পারবে, দেশকে উন্নয়নের জন্য আর্থিক ভিত্তি তৈরি করে দিতে পারবে কিন্তু আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। আমার সন্তানকে আমি বঙ্গবন্ধুর আদর্শে মানুষ করতে পারছি? একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারছি?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রধানমন্ত্রীকে এমনভাবে তৈরি করে গেছেন যে তার কোনো কিছুর চাওয়া-পাওয়ার নেই, কোনো কিছুর চাহিদা নেই ও লোভ নেই। ফজরের নামায পড়ে কোরআন তেলাওয়াতের পর সারাদিন প্রধানমন্ত্রী মানুষের কল্যাণের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রীর জন্য আমরা এগিয়ে যাচ্ছি।

অভিভাবকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, অত্যন্ত মেধাবী সন্তান আপনাদের। একটু নজর রাখেন। এই সন্তান যেন সুসন্তান হয়। পরীক্ষার্থী সন্তান না হয়ে শিক্ষার্থী সন্তান হোক। আমরা সেই প্রত্যাশা করি, দেশকে ভালোবেসে যেন এই সন্তানেরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তেমন সন্তান নিয়ে যেন আমরা গর্ব করতে পারি।

তেজগাঁও বিভাগ (ডিএমপি) উপকমিশনার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও অধ্যক্ষ সুরের ধারা অধ্যাপক রেজওয়ান চৌধুরী বন্যা, প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ