ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক মিয়া (৫৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

শুক্রবার (২৫ মার্চ) সকাল এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক ব্যক্তি দক্ষিণ সিটিকর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিল। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংলগ্ন রাস্তা ঝাড়ুর দেওয়ার সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুক মিয়াকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এসআই আরও জানায়, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ফারুক পরিবারের সঙ্গে হাজারীবাগ গনকটুলী সিটিকলোনীতে থাকতো।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ