ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তীব্র গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
তীব্র গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রোগী

বরিশাল: দিন যতো যাচ্ছে গরমের তীব্রতা ততোই বাড়ছে। বিশেষ করে চৈত্রের প্রথম দিকের এ কয়েকটা দিন বেশ গরম পড়ছে বরিশালে।

গরমের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে।

যদিও গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতালগুলো।

বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইন রয়েছে।  কোনভাবেই রোগীদের চিকিৎসা সেবা বিঘ্নিত হবে না।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নুশরাত শারমিন বুশরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ডায়রিয়ার ওয়ার্ডের ভবনটি ভেঙে নতুন করে করার কারণে আপাতত মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত ১১ জন রোগী ভর্তি থাকলেও বুধবার সকালে ২ জন পুরুষ ও ৫ জন মহিলা মোট ৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।