ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর (৭৫) নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে মোটরসাইকেলের পিছনে বসে মুকসুদপুর থেকে নিজবাড়ী বাটিকামারী ফিরছিলেন। তিনি মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু চেয়ারম্যান জাফরের মাথায় আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফরকে মুকসুদপুর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে দেখা যায় তার মাথায় আঘাত ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল, সিটি স্ক্যান করা জরুরি প্রয়োজন ছিল। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মী ও বাটিকামারী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লে কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।