ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজের পিস্তলের গুলির শব্দে অজ্ঞান এএসআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
নিজের পিস্তলের গুলির শব্দে অজ্ঞান এএসআই

বরিশাল: বরিশাল কোতয়ালি মডেল থানার ভেতরে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শকের (এএসআই) পিস্তল থেকে অসতর্ক অবস্থায় গুলি বের হয়েছে। আর গুলি বের হওয়ার শব্দ শুনে পুলিশের ওই সদস্য অচেতন হয়ে পড়েন।

শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

রাত ৯টার দিকে থানার দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।  

অচেতন এএসআই মো. সেলিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।  

ঘটনার সময় থানায় থাকা এক যুবক জানান, এএসআই সেলিম ডিউটি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয়তলায় গুলি ছোড়ার বিকট শব্দ হয়। এসময় অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  

সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি জানান, এএসআই সেলিম আগে থেকেই অসুস্থ ছিলেন। দোতলার সিঁড়ি দিয়ে নামার সময় তিনি অসুস্থ বোধ করছিলেন। এসময় যে কোনোভাবে তার সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। শব্দ পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ডিউটি অবস্থায় আগ্নেয়াস্ত্রটি লোড থাকায় সেখান থেকে গুলি বের হয়ে যায়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বলেন, ‘আমরা মনে করছি এটা মিসফায়ার হয়েছে। ওই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তলটি পড়ে গিয়ে মিসফায়ার হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে। কারো শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। `

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের (পুরুষ) রেজিস্ট্রার নাজমুল আহসান জানান, ওই পুলিশ সদস্য পুরোপুরি অচেতন নন। তার উচ্চ রক্তচাপের বিষয়টি লক্ষ্য করা গেছে। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।