ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিয়া অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে: সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
জিয়া অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। অথচ তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করছেন। যা অত্যন্ত পরিতাপের ও দুঃখের বিষয়। আজকের মহান স্বাধীনতার দিনে জিয়াউর রহমানের যত অপকর্মকে স্মরণ করে ঘৃণাভরে প্রত্যখান করি আমরা।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সরকার ও তার পরবর্তিতে খালেদা জিয়ার সরকারও মুক্তিযোদ্ধাদের ৫টি টাকাও দেয়নি। বরং  মুক্তিযোদ্ধেদের তারা নিষ্পেষণ করেছেন। আর বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের শুধু ভাতাই নয়, ১২ লাখ টাকার বাড়িও করে দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ এমনকি মুক্তিযোদ্ধাদের জন্য ঋণেরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। তাই আপনাদের সন্তান ও প্রতিবেশিদের আওয়ামীলীগ করতে বলবেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরও বলেন, যে যত বড় কথাই বলুক, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে শতভাগ বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দুস্থ ও অস্বচ্ছলদের ভাতার ব্যবস্থা করেছেন। এখন ভাতা নেয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শেখ হাসিনা যা বলেন তাই করেন। বিশ্বাস করে হেরে যেতে চাই। বিশ্বাসঘাতকতা করে জয়ী হতে চাই না। মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও দেশের সম্পদ লুণ্ঠনকারীদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসূল, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম প্রমুখ।

এর আগে মন্ত্রী নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স, আনসার কোয়াটার উদ্বোধন করেন। এ সময় বিগত দিনে তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারকে পুনর্বাসন করতে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।