ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পতাকা উত্তোলন রাজাকার সন্তানের, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
পতাকা উত্তোলন রাজাকার সন্তানের, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ 'রাজাকারের ছেলে'। তার হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের কারণে জেলার উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছে বলে জানিয়েছেন ডোমার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরন্নবী।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের সময় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ওই অনুষ্ঠান বর্জন করে মাঠ ত্যাগ করে চলে যান।

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরন্নবী অভিযোগ করে সাংবাদিকদের জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের বাবা শওকত আলী ছিলেন রাজাকার সদস্য। তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শান্তি কমিটির সভাপতি ছিলেন।  

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার চলতি দায়িত্বে থাকা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, বিজয় দিবস অনুষ্ঠানে সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে তারা জাতীয় পতাকা উত্তোলনের অংশটুকু বর্জন করেন। উপজেলা প্রশাসন থেকে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে অভিযোগ তুলেছে, তা সঠিক নয়। সব অভিযোগ মিথ্যা-বানোয়াট। সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ডোমার উপজেলার জাতীয় দিবসগুলোর সরকারি অনুষ্ঠানে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করি। এ সময় বাইরে কী হচ্ছে না হচ্ছে আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।