ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসার পাশে আগুন, দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
বাসার পাশে আগুন, দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে রুমানা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছেন।

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৬টায় মৃত ঘোষণা করেন।

রুমানার বাবা দ্বীন ইসলাম জানান, শাহীবাগে নিজেদের বাড়ি থাকতেন রোমানা। ভোরে শাহিবাগ বাজারে ফার্নিচারের দোকানে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। এটি দেখতে রুমানা ৮ তলার বাসার ছাদে গিয়েছিল। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত সেখানে থেকে নিচে পড়ে যায় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার স্বামীর নাম মো. ইকবাল।

এদিকে ফায়ার সার্ভিস মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সবুজবাগ দক্ষিণগাঁও ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। রোববার ভোরে অগ্নিকাণ্ডের সংবাদে চারটি ইউনিট কাজ করে ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।