ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে আগুনে পুড়ল ১০ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
চরফ্যাশনে আগুনে পুড়ল ১০ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

ভোলা: ভোলার চরফ্যাশন বাজারে আগুন লেগে ১০ দোকান পুড়ে গেছে। এতে ২ কোটির টাকার লোকসান হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

 

শনিবার (২৬ মার্চ) দিনগত রাতে ওই বাজারের শরীফপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পোড়া ১০ দোকানের মধ্যে দু’টি স্টিলের, তিনটি ইলেকট্রনিক্স সামগ্রীর, দু’টি হার্ডওয়ারের, একটি লন্ড্রির, একটি থাই-গ্লাসের ও একটি লেপ-তোষকরে বলে জানা গেছে। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে চরফ্যাশন বাজারের শরীফপাড়ার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা টের পেয়ে আগুন নেভানোর চেস্টা করে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ১০ দোকান। এতে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের।  

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।