ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পল্টুনে থামানো অবস্থায় অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৭ মার্চ) সকাল ৯ টা ৫২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাজাহান শিকদার বাংলানিউজকে জানান, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো অবস্থায় ছিল। অজ্ঞাত কারণে সেটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের চেষ্টায় দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান শাহজাহান শিকদার।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।