ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী নিলু মাতুব্বর (৬৫)।

 

শনিবার (২৬ মার্চ) রাত টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত নিলু মাতুব্বর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে হেঁটে ফিরছিলেন নিলু মাতুব্বর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সাদিপুর বাজারের কাছে এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক (মাটি টানা) তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত নিলু মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। '

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।