ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমএফএস’র অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এমএফএস’র অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা

ঢাকা: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে শরীয়তপুরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাডিশনাল আইজিপি ও বিকাশ’র উপদেষ্টা মোহাম্মদ নাজিবুর রহমান। কর্মশালায় শরীয়তপুর জেলার আটটি থানার তদন্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

কমপ্লায়েন্স মেনে যথাযথ পদ্ধতিতে এমএফএস এর ব্যবহার নিশ্চিত করতে, আর্থিক খাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ও এমএফএস সেবার অপব্যবহার রোধে সারাদেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরে এ কর্মশালা আয়োজন করা হয়।  

কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধসমূহ, অপরাধী চিহ্নিতকরণে প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণের উপায় ও অপব্যবহার রোধে বিকাশ’র বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমএফএস সেবার অপব্যবহার রোধে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কীভাবে তথ্য দিয়ে সহায়তা করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।