ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরতালে রাজধানীতে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
হরতালে রাজধানীতে যানজট ছবি: জি এম মুজিবুর

ঢাকা: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে হরতালের মধ্যেই রাজধানীতে যানজট।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর আলম বলেন, হরতালটা যুক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম নিয়ন্ত্রণে দাবিতে হরতাল ডেকেছে বাম দল। কিন্তু আমাদের অফিস যেতে হবে আমরা চাকরিজীবী মানুষ। মধ্যবিত্ত মানুষ আছে মহা ঝামেলা না পারি বলতে না পারি সইতে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রী লিমা আক্তার বলেন, আমি কলেজ যাওয়ার জন্য অপেক্ষা করছি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে। শুনেছি আজকে নাকি হরতাল। ২০ মিনিট যাবত বাসের জন্য অপেক্ষা করছি আমার কলেজে যাওয়ার বাস পাচ্ছিনা। আর কিছুক্ষণ অপেক্ষা করবো বাঁশ না দিলে বাসায় চলে যাবো।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।